আজ – দাস (কাঁসারি) বাড়ী, হাটখোলা, শোভাবাজার ।

আজ – দাস (কাঁসারি) বাড়ী, হাটখোলা, শোভাবাজার ।

বিরতিটা একটু বেশি নিয়ে নেওয়ায় নিজেরই কেমন যেন মনে হচ্ছে ।

৫ মাস পরে আবার লিখতে বসলাম, যা নিয়ে লিখব তার তথ্য সংগ্রহ করেছি গত বছর পুজোর আগে । কিন্তু অলস বাঙালি ও পীড়া জর্জরিত বাঙালি তো , তাই এত সময় লাগলো ।

পুরনো বাড়ীর ওপর কয়েকটি লেখা আগে লিখেছিলাম । সেই লেখাগুলিতে আরেকটি সংযোজন , আজ শোভাবাজারের হাটখোলার কাঁসারি বাড়ী ।  

1

শোভা বাজার স্ট্রীট ধরে গঙ্গা অব্ধি যেতে চাইলে গাড়ি বারান্দা দেওয়া এই বিশাল বাড়িটি চোখে পড়বেই । এর ঠিক পাশের বারিটিই বিখ্যাত বি কে পালের ।

কংস সম্প্রদায়ের দাস পরিবারের এই বাড়ীর বয়স ১৭০ । সদর দরজা  পেরিয়েই উঠোন । দেওয়ালে সার দিয়ে বাইসন ও হরিণের শিং ।

2

4

7

ডান পাশে সিঁড়ি উঠে গেছে ছাদ পর্যন্ত । দোতলায়ে ঠাকুর ঘরে গৃহ দেবতা শাল্গ্রাম শিলা । নিত্য পুজো ছাড়াও লক্ষ্মী পুজো, অন্নপূর্ণা পুজো হয় , অনেকদিন আগে বড় করে দূর্গা পুজো ও হত ।

8

13

12

পুরনো আসবাবে সাজানো এ বাড়ি , সে আলমারি আয়না থেকে নিয়ে ঠাকুরের প্রদীপ প্রজ্জ্বল রাখার জন্য  “মেড  ইন লন্ডন “ কাঁচের বাক্স / লন্ঠন ।

19

9

10

সেই সময়ের ধাঁচে এই বাড়িও মাঝে উঠোন রেখে চারদিকে বারান্দা ও সারি দেওয়া ঘর ।

21

5

6

18

15

22

আজও এ বাড়ীতে ঢুকলে এক লহমায় সময় যেন পিছিয়ে যায়, সম্বিত ফেরে স্মার্ট ফোনের রিংটোনে ।

14

16

17

এখন এ বাড়ীতে এ তরফের পাঁচ ভাই বঙ্কুনাথ দাস, হৃষীকেশ দাস, হরনাথ দাস, যামিনীনাথ দাস ও রবীন্দ্রনাথ দাস (সকলেই স্বর্গত) এর উত্তরপুরুষরা বসবাস করছেন ।

20

23
মঞ্জু দাস

এখন পুরনো স্মৃতি সহ সত্তরোর্ধ থেকে সবে কথা বলতে সেখা যমজ, এই বাড়ীই তাদের প্রাণ ।

 

কৃতজ্ঞতা  :

মঞ্জু দাস, সুনন্দা রায়, দ্বিজেন্দ্র দাস, দেবব্রত দাস ।


— র দ ।